এক বছরের শিশুর কামরে,সাপের মৃত্যু

 

ঘরের কোনে লুকিয়ে থাকা গোখরো সাপ কে কামর দিয়ে মেরে ফেলেন একবছরের শিশু জান্নাতুল। ঘটনাটি শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে, চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার উজুলপুর গ্রামে।


মেয়েটির বাবা রিয়াজুল ইসলাম ও মা শিলা খাতুন জানান, শিশুটি ঘরের মধ্যে খেলাধুলা করা অবস্থায় খাটের নিচে চলে যায়। পরে সেখান থেকে একটা গোখরো সাপ কে কয়েক টুকরো করে, বের করে নিয়ে আসে। 


এ ঘটনায় শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত শিশুটি সুস্থ থাকলেও ডাক্তার বলছে আশঙ্কাজনক।  

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন