ব্রাহ্মণবাড়ীয়া কুরুলিয়া খালে গোসল করতে গিয়ে, স্রোতের পানিতে তলিয়ে এক মহিলার মৃত্যু

 

ব্রাহ্মণবাড়ীয়া কুরুলিয়া খালে গোসল করতে গিয়ে সিমা আক্তার নামে এক মহিলার মৃত্যু। জানা যায় তিনি স্রোতের পানিতে তলিয়ে গিয়েছিলেন। তার বাড়ি আখাউড়া উপজেলায়।


স্থানীয় লোকের মাধ্যমে জানা যায়, তিনি শহরের নয়নপুর এলাকার ভাড়া বাসিন্দা ছিলেন। তার একটা পুত্র সন্তান আছে।০৪ জুন রোজ শুক্রবার সীমাসহ তার সাথে আরও তিন জন গোসল করতে নামে কুরুলিয়া খালে। হঠাৎ স্রোত এসে তাদের কে একদম খালের  মাঝখানে নিয়ে যায়। তিনজন বেঁচে গেলেও, তলিয়ে যায় সীমা। পরে স্থানীয় লোক ও ফায়ার সার্ভিসের লোকরা তার মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন