গিনেস বুকে নাম উঠতে যাচ্ছে বাংলাদেশের ছোট গরু রানীর

 

বাংলাাদেশে নবীনগর পালন করা হচ্ছে   আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট গরু রানী। ধারণা করা হচ্ছে  বিশ্বে   সবচেয়ে ছোট গরুর রাণীর গিনেস বুকে নাম উঠবে। 

দুই বছর বয়সী এই গরুটির ওজন ২০ কেজি এবং দুই ফুটেরও কম উচু। গায়ের রং সাদা এই গরুটি কে দেখার জন্য হাজারো দর্শক ভিড় জমাচ্ছে খামারে। গরু টা কে দেখে সবাই আবার সেলফি বন্দী করছে মোবাইলে। 

এর আগে বিশ্বের সবচেয়ে ছোট গরু ছিল ভারতে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সেই গরুটির নাম ওঠেছিল। কিন্তু এই বছর ভারতের সেই গরু থেকে ছোট গরুর সন্ধান মিলেছে বাংলাদেশে। 


প্রত্যেক বছর কোরবানির ঈদে কোন একটা বড় গরু ভাইরাল হয়। নজর কারে মানুষের। কিন্তু এইবছর কোরবানি তে সবচেয়ে ছোট গরু ভাইরাল হয়। তবে এই গরুটি লালন পালন করা খামারি বলছে যে, তিনি কুরবানী তে গরু টি বিক্রি করতে চান না।

ছোট এই গরুটি কে লালন পালন করা খামারির নাম হচ্ছে আবু সুফিয়ান। তিনি জানান গরুটি আর লম্বা হবে না বলে ডাক্তার নিশ্চিত করেছেন। 

ইতিমধ্যেই তিনি সবধরনের কাগজপত্র জমা দিয়েছেন, গিনেস বুকে নাম উঠার জন্য। অপেক্ষা এখন শুধু গিনেস বুক অফ ওয়ার্ল্ডসে রেকর্ডের। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন