২০২০ সালে কভিড১৯ এ যেসব বাংলাদেশী প্রবাসী আটকা পরেছিলেন, তাদেরকে বাহরাইনে ফিরতে অনুমতি দিয়েছেন বাহরাইন সরকার। গতকাল ০৮ জুন মান্যবর রাস্ট্রদূত মো.নজরুল ইসলাম বিষয়টি পরিষ্কার করেছেন।
তিনি রাস্ট্রদূতের একটি পেইজে ১৬১ জনের বাহরাইনে ফিরতে পারার অনুমতি দেওয়ার লিস্টটি জনসম্মুখে তুলে ধরেন।
তিনি একটা লাইভে এসে বলেন, অনেক চেস্টার পর বাহরাইন সরকার অনুমতি দিয়েছেন ১৬১ জনকে বাহরাইনে ফেরার। যদিও এক হাজারের ওপরে আটকা পরা প্রবাসীরা আবেদন করেছিলেন এই দেশে ফিরতে, কিন্তু তাদের মালিক পক্ষরা কেউ আগ্রহ প্রকাশ করেন নি তাদেরকে ফেরাতে। যাদের মালিক পক্ষরা আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমরা তাদেরকে বাহরাইন সরকারের মাধ্যমে অনুমতি দিতে পেরেছি।