চুরি করে পালিয়ে যাওয়ার সময়, মালিকের উদ্দেশ্য লিখে গেলেন আই লাভ ইউ

 

২০ লাখ টাকার সোনা চুরি করে, সেই চুর আবার মালিকের প্রতি খুশি হয়ে লিখে গেলেন আই লাভ ইউ। কথাটা শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে ভারতের দক্ষিণ গোঁয়ার গাও। 


ভারতের এক গণমাধ্যম সূত্রে জানা যায়, আসিব জেক নামে এক লোক বাড়ি খালি রেখে দুই দিনের জন্য বেড়াতে গিয়েছিলেন। গত ২৪ মে রোজ  মঙ্গলবার বাড়িতে এসে দেখেন তার বাসা থেকে নগদ টাকা, সর্ণালঙ্কারসহ আরও অনেক কিছু চুরি করে নিয়ে যাওয়া হয়। এসব চুরি করে, চুরে আবার তার টেলিভিশন মার্কার কলম দিয়ে লিখে যান আই লাভ ইউ।


এদিকে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার পর থেকে সেখানকার পুলিশ তদন্তে নামে।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন