ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলায় টিকটক আইডি তে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করায় ২যুবক কে আটক করেছে পুলিশ। গোপন ভাবে খবর আসে এই দুই যুবক সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে উস্কানীমূলক মন্তব্য করছেন টিকটক আইডি @mdalamin22331তে। তারই পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর রোজ সোমবার জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মণবাড়ীয়ার নেতৃত্ব কসবা উপজেলার কুটি চৌমুহনীর জনতা টিম্বার এন্ড ফার্নিচার নামক দোকানের সামনে থেকে মো. আলামিন (১৯), তার সহযোগি সানি মিয়া (১৮) কে আটক করা হয়। আটককৃত আলামিন ও তার সহযোগী সানি মিয়া কসবা উপজেলার লেশিয়ারা (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা। লেসিয়ারা গ্রামের হানিফ মিয়ার ছেলে আলামিন ও জামসেদ মিয়ার ছেলে সানি মিয়া অনেক দিন ধরেই টিকটকে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে খারাপ মন্তব্য করে আসছিলেন।
আটক করার সময় আসামি আলামিনের হাতে থাকা মোবাইলে ধর্মীয় উস্কানীমূলক ভিডিও পাওয়া যায়। ভিডিওতে দেখা যায় হিন্দু ধর্মের দেবদেবী নিয়ে উস্কানীমূলক মন্তব্য করছেন তিনি।
ব্রাহ্মণবাড়ীয়া জেলা পুলিশ সুপার এর এক বিজ্ঞপ্তিতে জানা যায়, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৮/৩১/৩৫ ধারায় মামলা করা হলে,আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় আদালতে।
Best of luck......API
উত্তরমুছুনthanks for support
মুছুন