ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় ফাঁসি তে ঝুলন্ত মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

 

ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের লোহঘর গ্রামে বরকত উল্লাহ সূজন (২১)নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লৌহঘর এলাকার ইমাম হোসেনের ছেলে বরকত উল্লাহ। সে একই এলাকার একটি মাদ্রাসা তে অধ্যায়নরত ছিল। আজ ২৬ অক্টোবর মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

পরিবার সূত্রে জানা যায়, সকাল হওয়ার পরেও সে ঘুম থেকে না উঠায় তার ভাবি অনেক ডাকাডাকি করে তাকে। পরে কিছু লোক নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকলে, ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। 

এ ঘটনায় আখাউড়া থানার এসআই  জাকির হোসেন জানান, মঙ্গলবার সকালে  নিজ ঘরে ঝুলন্ত অবস্থায়  বরকত উল্লাহ সুজনের লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সঙ্গে সঙ্গে পুলিশ কে জানানো হলে, ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সাথে তার মোবাইল ফোনও পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। এটা আত্মহত্যা নাকি অন্য কিছু।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন