রাজধানীর ঢাকার লালবাগ এলাকায় ১৯ বছর ধরে সন্তান হচ্ছিল না নাসরিন আক্তার ও মো. জাফর দম্পত্তির। এ নিয়ে আত্মীয় স্বজনের নানাধরনের খোঁটা শুনতে হতো নাসরিনের। সন্তান না হওয়ার এই অপমান সহ্য করতে না পেরে গত মঙ্গলবার দুপুর ৩ টার সময় তিন তালা ছাদ থেকে লাফ দেন তিনি। পরে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে সেখানে ১ ঘন্টা চিকিৎসার পর তিনি মারা যান।
তার স্বামী মো. জাফর জানান, তার স্ত্রী আত্মহত্যার সময় সে ঘুমিয়ে ছিলেন। অনেক দিন ধরে তার স্ত্রী সন্তান না হওয়ায় মানসিক সমস্যায় ভোগছিলেন। সন্তানের ব্যাপারে কেউ কিছু বল্লে তার অনেক খারাপ লাগতো। সবসময় বলতো আমি মরে যাবো।
এ ঘটনায় লালবাগ থানার ওসি এম এম খোরশেদ সাংবাদিকদের জানান, ৯৯৯ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। ময়নাতদন্তের রিপোর্ট এর পর বিস্তারিত জানা যাবে ।