রাজধানীর জয়পুরে পুুরোনো আমের দুর্গ পরিদর্শন করছিলেন পর্যটকরা। এটা একটা আকর্ষনীয় স্থান পর্যটকদের জন্য।
পর্যটকরা যখন সেলফি তুলতে ব্যাস্ত, তখন পাশের একটি প্রহরীতে বর্জ্রপাত হয়। যেহেতু আমের দুর্গে উচু পাহাড় ছিল, তারা বর্জ্রপাতের সময় পাহাড়ের উপর সেলফি তুলছিল।
সেখানের একজন দুর্যোগ কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় যে বর্জ্রপাতটি সুউচ্চ মিনারে ধাক্কা দিলে, পাহাড়ের অবস্থিত পর্যটকরা খাদে পড়ে যায়।
বর্জ্রপাতে খাদে পড়ে যাওয়া পর্যটকদের মধ্যে ১১জন পর্যটক মারা যায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় বলেছেন নিহতদের স্বজনদের ক্ষতিপূরণ প্রদান করবেন।
