পাকিস্তানের করাচি তে ছাদ থেকে গরু নামানো হচ্ছে ক্রেন দিয়ে।

 

পাকিস্তানের করাচি তে বাড়ির ছাদে গড়ে উঠেছে এক অদ্ভুত  খামার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।  পাকিস্তানের করাচি তে বসবাস করে এজাজ আহম্মেদ  নামে একজন লোক 

তাঁর অনেক দিনের শখ গরু পালন করার। কিন্তু গরু পালন করার কোন জায়গা ছিল না। তার চালতলা বিল্ডিংয়ের পরে আর কোন অবশিষ্ট জায়গা ছিল না। তাই তিনি পরিকল্পনা করলেন ছাদের উপর গরু পালন করার। 

তিনি দুটো গরু কিনে সিড়ি দিয়ে হাটিয়ে নিয়ে বাড়ির ছাদে গরু দুটো কে তুলেন। তারপর থেকে লালন পালন শুরু হয় গরু দুটোর। এই বছর কুরবানির ঈদে গরু দুটো কে বিক্রি করে দিবেন। 


গরু দুটো কে ছাদ থেকে নামানোর জন্য তিনি ৬০ ফুট লম্বা একটি ক্রেন ব্যাবহার করেন। যা ছিল বিশ্বে বিরল। ক্রেন চালকও ছিলেন বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত।

বাড়ির মালিকের সাথে কথা বলে জানা যায় গরু গুলোর নাম ছিল হিরা এবং রাজা। ক্রেন দিয়ে এই গরু নামানোর দৃশ্য দেখতে বহু দর্শনার্থীদের ভিড় ছিল। বিশেষ করে বাচ্চারা খুব খুশি হয় এই দৃশ্য দেখে।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন