শেরপুরে বাথরুম থেকে মা ও ছেলের গলিত লাশ উদ্ধার

 

শেরপুরের সদর উপজেলায় নিখোঁজ হওয়ার ছয় দিন পর বাথরুম থেকে মা  ও ছেলের গলিত লাশ উদ্ধার। এ ঘটনায় খুন হওয়া নারীর স্বামী মাসেক মিয়া(৩৮) কে আটক করেছে পুলিশ। 


স্থানীয় লোকের মাধ্যমে জানা যায়,উপজেলার ভাতশালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এই পরিবার। নিহত রোকসানা বেগম একটি হাসপাতালে নার্সের চাকুরী করতেন। প্রায়ই তার স্বামী মাসেক মিয়া মাদকাসক্ত হয়ে তাকে মারধর করতো। গত ০৩ ডিসেম্বর থেকে রোকসানা ও তার ছেলে রাফিত কে খুঁজে পাওয়া যাচ্ছিল না 


এঘটনায়  নিহত রোকসানার পরিবার থানায় লিখিত অভিযোগ করলে, পুলিশ ওই ভাড়া বাসায় তল্লাশি করে বাথরুম থেকে  তাদের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন