আসামি আবিরের দেওয়া তথ্য মতে শিশু আয়াতকে ছয় টুকরো করে চট্রগ্রাম নগরীর বন্দরটিলার আকমল আলী ঘাট সংলগ্ন স্লুইসগেট এলাকায় সাগরে ভাসিয়ে দেওয়া হয়। সেই তথ্যের জের ধরে টানা ছয় দিনের অভিযানে গতকাল পায়ের দুটো অংশ এবং আজকে মাথার অংশটি উদ্ধার করতে সক্ষম হয় পিবিআই।