শিশু আয়াতের আরও একটি লাশের টুকরো উদ্ধার করেছে পিবিআই

 



  পাঁচ বছর বয়সী  শিশু আলাইনা ইসলাম আয়াতের খুন হওয়া লাশের মাথার একটি অংশ উদ্ধার করেছে পিবিআই। আজ বৃহস্পতিবার ০১ ডিসেম্বর সকাল ১১ টায় তার লাশের একটি অংশ উদ্ধার করে চট্টগ্রাম স্লুইসগেট এলাকা থেকে। 


আসামি আবিরের দেওয়া তথ্য মতে শিশু আয়াতকে ছয় টুকরো করে চট্রগ্রাম নগরীর বন্দরটিলার আকমল আলী ঘাট সংলগ্ন স্লুইসগেট এলাকায় সাগরে ভাসিয়ে দেওয়া হয়। সেই তথ্যের জের ধরে টানা ছয় দিনের অভিযানে গতকাল পায়ের দুটো অংশ এবং আজকে মাথার অংশটি উদ্ধার করতে সক্ষম হয় পিবিআই।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন