ব্রাহ্মণবাড়ীয়ায় রেলের ব্রীজ পার হতে গিয়ে ট্রেনের নিচে চাপা পরেও অলৌকিক ভাবে বেচে গেলো এক তরুণী

 

ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া উপজেলার তিতাস ব্রীজে টিকটক ভিডিও বানাতে যায় লিজা আক্তার (১৯) নামে এক তরুণী। সাথে তার স্বামী, ননদসহ আরও অনেকেই ছিল।  এসময় হঠাৎ করে একটি ট্রেন চলে আসে। তখন মেয়েটি ছিল ব্রীজের মাঝখানে। তার স্বামী, ননদ পার হতে পারলেও, তিন হোঁচট খেয়ে পরে যান। তার ওপর ট্রেনটি চলে গেলেও অলৌকিক ভাবে বেচে যান তিনি। 

লিজা আক্তার আখাউড়া উপজেলার বড়কুইড়া গ্রামের লিটন ভুঁইয়ার মেয়ে। 

এ ঘটনায় উপস্থিত একজন ৩৮ সেকেন্ডের একটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাড়লে, তারপর থেকে বিষয়টি  ভাইরাল হয়। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন