ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিন সদস্য নিহত হন। নিহতরা হচ্ছে রত্না বেগম নামে এক গর্ভবতী নারী, তার স্বামী ও এক মেয়ে। দূর্ঘটনার সময় গর্ভবতী রত্নার পেট ফেটে গিয়ে এক নবজাতকের জন্ম হয়। এ সময় শিশুটি মায়ের গর্ভে থেকে ছিটকে গিয়ে দূরে পরে যায়। আল্লাহর অশেষ মেহেরবানিতে শুধু সদ্য জন্মানো শিশুটি বেঁচে যায়।
আজ ১৬ জুলাই রোজ শনিবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন খান ডায়াগনস্টিক সেন্টারে সামনে এই ঘটনাটি ঘটে।
নিহত রত্না বেগমের এক আত্মীয় সূত্রে জানা যায়, তিনি ডেলিভারির অবস্থা জানার জন্য একটি হাসপাতালে আল্ট্রা করতে আসে। হাসপাতাল থেকে ফেরার পথে রোড পার হওয়ার সময় তাদের মৃত্যু হয়।