রাজধানী ঢাকার মতিঝিল অবস্থিত বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলার আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের মাধ্যমে ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ ২০ জুন সন্ধা ৬ টার সময় হঠাৎ করে চতুর্থ তলায় আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাজাহান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায় নি।