ভৈরবে মেঘনা নদীর ভাঙ্গনে দুই রাইস মিল নদী গর্ভে বিলীন, দুই শ্রমিক নিখোঁজ

 



ভৈরবে মেঘনা নদীর পানির স্রোতে দুই রাইস মিল নদী গর্ভে বিলীন ও সেখান কর্মরত দুই শ্রমিক নিখোঁজ। আজ ১৯ জুন রোজ রবিবার সকালে ভৈরব বাজারে নৌকা ঘাটের পাশে থাকা দুটি রাইস মিলই  নদী গর্ভে বিলীন হয়ে যায়। শ্রমিকরা তাৎক্ষণিক ভাবে টের পেয়ে নিরাপদে সরে গেলেও, দুইজন শ্রমিক তলিয়ে যায়। 


নিখোঁজ দুই শ্রমিক হচ্ছেন শরীফ ও মুস্তাকিম। এ ঘটনায় কিশোরগঞ্জ থেকে  ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে তালাশি চালালেও, প্রচন্ড স্রোতের কারনে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। 



*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন