ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে স্পীড বোর্ড ও বালুবাহী ট্রলারে সংঘর্ষে ২জন নিহত

 

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে স্পীডবোর্ড ডুবে দুই যাত্রী নিহত। শনিবার রাতে নরসিংদী থেকে ছেড়ে আসা একটি স্পীডবোর্ড বাঞ্ছারামপুরের মরিচাকান্দি মেঘনা নদীতে   আসার পরে মাঝ নদীতে বালুবাহী ট্রলারের সাথে সংঘর্ষে ২জনের প্রাণহানী।

নিহত ফরিদ মিয়া নরসিংদী জেলার সদর উপজেলার সংঘিতা এলাকার জুলফু মিয়ার ছেলে এবং নিহত মাহবুবুর রহমান জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদের খুরশীদ মিয়ার ছেলে। 

এঘটনায় বাঞ্ছারামপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ বলেন, শনিবার রাতে ৮ টার সময় নরসিংদী থেকে ছেড়ে আসা স্পিড বোর্ডটি বাঞ্ছারামপুরের মেঘনা নদীতে একটি ট্রলারের সাথে  ধাক্কায় ডুবে যায়। দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। এ ঘটনায় এখনও স্পীড বোর্ডের চালক নিখোঁজ হয়ে আছেন। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন