চলতি মাসেই উমরাহ হজ্জের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন অভিনেত্রী মাহিয়া মাহি ও তার দ্বিতীয় স্বামী গাজীপুরের ব্যবসায়ী রাকিব।
এই অভিনেত্রী সাংবাদিকদের জানান, আপাততে হাতে থাকা কাজগুলো করে নিচ্ছি দ্রুত।আর বাকি সিনেমার কাজ করবো উমরাহ হজ্জ করে এসে। তিনি আরও বলেন এই প্রথম উমরাহ হজ্জ করতে যাচ্ছি। সকলের কাছে দোয়া চাই যেন হজ্জ করে আবার সহিসালামতে ফিরতে পারি।