ব্রাহ্মণবাড়ীয়ার সদরে ডাব পারতে গিয়ে, দুতালা ছাদ থেকে পরে ১ জন নিহত

 

ব্রাহ্মণবাড়ীয়ার সদর উপজেলার পৈরতলার মাজার গেইট এলাকায় শরিফুল আলম বাচ্চু নামে এক ব্যাক্তি তার বাড়ির দুতালা  ছাদ থেকে ডাব পারার সময়,নিয়ন্ত্রণ হারিয়ে ছাদ থেকে পরে যায়। তৎক্ষনাৎ পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত বলে নিশ্চিত করেছেন। 

নিহত হওয়া শরিফুল আলম বাচ্চু উপজেলার দক্ষিণ পৈরতলার মাজার গেইট এলাকার আজগর আলীর ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। 

 পরিবার সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর রোজ রবিবার দুপুরে নিজের ঘরের ছাদের পাশের একটি নারিকেল গাছ থেকে হাত বাড়িয়ে নারিকেল পারার সময়, ছাঁদ থেকে পরে মারা যান তিনি ।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়ীয়ার সদর মডেল  থানার ওসি এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন