ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তন্তরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২ ও আহত ৫।
২১অক্টোবর রোজ বৃহস্পতিবার সন্ধায় ৬.৩০ টায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত হওয়া একজনের বাড়ি নবীনগর উপজেলার শিবপুরের ওয়াদুদ ভুঁইয়ার ছেলে ওয়াহিদ ভুঁইয়া, অন্য আরেকজন নবীনগরের বিটঘর গ্রামের উমর ফারুকের মেয়ে হাবিবা।
এই ঘটনায় ঘাটিয়াড়া হাইওয়ে পুলিশের কর্মকর্তা শাহজালাল আলম জানান, নিহত হওয়া আব্দুল ওয়াহেদ তার পরিবার নিয়ে কসবা নয়নপুর যাচ্ছিলেন শালিকার বিয়েতে। কুমিল্লা সিলেট মহাসড়কের তন্তরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আব্দুল ওয়াহেদ এবং হাবিবা ঘটনাস্থলে মারা গেছে। আর আহতরা ব্রাহ্মণবাড়ীয়ার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।