ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকায় পানি তে ডুবে একই পরিবারের দুই জনের মৃত্যু। গতকাল ১৬ অক্টোবর রোজ শনিবার দুপুরে এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। মারা যাওয়া দুই শিশু হচ্ছেন স্বাদ (০৫) আয়েশা(০৭)।
মৃত দুইজন দীঘিরজান এলাকার আজাদ ভূইয়ার সন্তান। পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ তাদের খুজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খুঁজাখুঁজি করার পর তাদের ক পাওয়া যায়, বাড়ির পাশের এক পুকুরে ভাসমান অবস্থায়। পরে তাদের কে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত ব'লে নিশ্চিত করেছেন।
এই৷ ঘটনার দীঘিরজান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর খবর নিশ্চিত করেছেন মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান কামাল ভুইঁয়া।