ব্রাহ্মণবাড়ীয়ায় বিয়ে বাড়িতে গিয়ে, পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

ব্রাহ্মণবাড়ীয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের   উরশিউড়া উত্তর পাড়ার শরীফ মিয়ার ছেলে আরিফ  বিয়ে বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। তৃতীয় শ্রেণীতে পড়োওয়া এই শিশু টি নানা বাড়ির দক্ষিণ উড়শিউড়া তে বেড়াতে যায় মামাতো ভাই এর বিয়েতে । সোমবার দুপুরে পানিতে ডুবে শিশুটি মারা গেছে। 

সোমবার দুপুরে বাচ্চাটি কে খুঁজে পাচ্ছিলো না তার পরিবার। পরে সন্দেহজনক ভাবে একটি পুকুরে খুজলে, পুকুরের পানির নিচ থেকে শিশুটি কে  উদ্ধার করে ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটি কে মারা গেছে বলে নিশ্চিত করেছেন। 

ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার ওসি এমরানুল ইসলাম জানান, ঘটনাটি সত্য। হাসপাতাল সূত্রে জানতে পেরেছি একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। তবে কোন অভিযোগ পাইনি পরিবারের কাছে থেকে। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন