কুমিল্লা বিভাগ করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন 'কু' দিয়ে কোন বিভাগ হবে না। কুমিল্লা কে বিভাগ করা হলে তার নাম হবে মেঘনা বিভাগ আর ফরিদপুরে বিভাগ হবে পদ্মা নামে। আজ ২১ অক্টোবর রোজ বৃহস্পতিবার গণভবন থেকে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন কুমিল্লার কু এর সাথে মোস্তাকের নাম জড়িত। তাই কুমিল্লা কে কুমিল্লা নামে কোন বিভাগ দেওয়া হবে না।
কুমিল্লার মন্ত্রী বাহাউদ্দীন বাহার প্রধানমন্ত্রী কে বলেন, কুমিল্লার মানুষ চায় কুমিল্লা নামে বিভাগ হউক। তিনি আরও বলেন আপা আপনি চাইলেই সব সম্ভব। তার উত্তরে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা, মেঘনা,যমুনা তোমার আমার ঠিকানা। এই স্লোগানে এগিয়ে যাবে বাংলাদেশ।
আর তাই তিনি মেঘনা নামেই কুমিল্লা তে বিভাগ দিবেন।