চিত্র নায়ক সালমান শাহের স্ত্রী ফের তৃতীয় বিয়ে তেে আবদ্ধ হয়েছেন। সালমান শাহের মৃত্যুর পর সামিরা দ্বিতীয় বিয়ে করেছিলেন, সালমান শাহের বন্ধু মোশতাক ওয়াইজ কে। তাদের ঘর আলোকিত করে জন্ম নিয়েছিল এক ছেলে ও দুই কন্যা সন্তান। এই সংসার ও বেশি দিন টিকতে পারিনি। মোশতাক ওয়াইজের সাথে ডিভোর্স হওয়ার পর,তিনি ফের তৃতীয় বিয়ে করেন ১৫ জুলাই ২০২১।
তৃতীয় বিয়ে যাকে করেছেন তিনি হচ্ছে সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। তাদের বিয়ে দুই পরিবারের ইচ্ছে তেই হয়েছে।
সামিরা সাবেক স্বামী মোস্তাক ওয়াইজ ১৪ আগস্ট জানান, দশ দিন আগে তাদের ডিভোর্স হয়েছে। তিনি বলেন দুজনের সম্মতিতেই ডিভোর্স হয়েছে। আমি তার বন্ধু হয়ে সারাজীবন থাকতে চাই।
তৃতীয় বিয়ে প্রসঙ্গে সামীরা বলেন, সালমান শাহের স্ত্রী পরিচয় ছাড়াও আমি একজন মানুষ। মানুষের পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। আমি এবং মোশতাক দুজনের সম্মতিতেই আমাদের ডিভোর্স হয়েছে। আমাদের সন্তানরাও সম্মতি দিয়েছেন।