চুল এর যত্ন কিংবা ভিবিন্ন ড্রেস পরে ভক্তদের উৎসাহ দেওয়া যেন নিত্যনতুন ব্যাপার হয়ে দাড়িয়েছে এই অভিনেত্রীর। তিনি চুুুুলের ফ্যাশন সম্পর্কে ইনস্ট্রগ্রামে বরাবরই জ্ঞান থাকেন। তবে এবার ব্লাউজ ছাড়া শাড়ী পড়ে নতুন লুকে দেখা দিয়েছেন স্বস্তিকা মুুুুখার্জি।
ছবি তে দেখা যায় তিনি সবুজ রঙের একটি শাড়ী পরেছেন। যার উপরে সাদা ঝরি দিয়ে কাজ করানো। চুলে বেধেছে খোপা, হাতে পরেছে বাজু এবং গলায় বাকরি। সব মিলিয়ে অসম্ভব নজর কেড়েছেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী। বয়সের সাথে যেন তার কোন মিল নেই। তিনি মিডিয়া জগতে একাধিক সিনেমায় কাজ করেছেন।