মাদকের মামলায় চিত্র নায়িকা পরীমনি আবারও দুইদিনের রিমান্ডে। ১০ আগস্ট মঙ্গলবার সিআইডি দুুই রিমান্ডের আবেদন করেছিলেন। ঢাকা মেট্রোপুলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
পরীমনির আইনজীবী মুজিবুর রহমান বলেন, পরীমনির বিরুদ্ধে শুধু মাদকের অভিযোগ পাওয়া গেছে। মাদকের মামলায় তাকে আবারও রিমান্ড দেওয়ার কোন যুক্তি নেই।
তিনি আরও বলেন, তাকে ফাঁসানো হচ্ছে। তার ক্যারিয়ার নস্ট করার জন্য এটা নতুন ফাঁদ। তিনি অনেক বড় একজন চিত্র নায়িকা। তাকে যদি শিগগিরী মুক্তি না দেওয়া হয়, তাহলে তার শিল্প জগতের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সে এদেশের একজন নাগরিক।