রোববার ৮ আগস্ট যশোরে ঝিকরগাছা উপজেলার বাকরা আবুল ইসলাম সড়কে বাইক দূর্ঘটনায় মারা গেছে বাবা ছেলে।
ঘটনাস্থলে জোহর আলী(৪৮)ও তার ছেলে আক্তারুজ্জামান (২৩) গুরুতর আহত হওয়ার পরে তাদের কে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাবা মারা গেলে,ছেলে কে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছেলেও মারা যায়।
এদিকে ঘটনাস্থলে দূর্ঘটনায় জড়িত পিকআপ আটক করেছে পুলিশ। কিন্তু চালক পালিয়ে যায়।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, জোহর আলীর মরদেহ থানায় আছে। জোহর আলীর পরিবারের কেউ লাশ ময়নাতদন্ত করতে রাজি হচ্ছে না।