২০ টি সোনার বার আত্মসাতের অভিযোগে, ৬ ডিবি পুলিশের বরখাস্ত।


চট্টগ্রামে এক স্বর্ন ব্যবসায়ীর কাছ থেকে ২০ টি সোনার বার নিয়ে, আত্মসাৎ করেছেন ফেনি জেলার  গোয়েন্দার ৬ ডিবি পুলিশ কর্মকর্তা। 

 ৬ পুলিশ কর্মকর্তাকে বুধবারে ফেনি জেলার আদালতে হাজির করা হলে, আদালত তাদের কে তিন থেকে পাঁচ দিনের করে রিমান্ড দিয়েছে। এই মামলায় অভিযোগকৃত ওসি সাইফুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে বিচারক। 

গ্রেফতারকৃত ৬ পুলিশ সদস্যরা হচ্ছেন ফেনি জেলার ওসি সাইফুল ইসলাম, এসআই মোতাহের হোসেন, এসআই অভিজিৎ বড়ুয়া, এসআই মাসুদ রানা,মিজানুর রহমান ও নুরুল হক।

পুলিশের তথ্য মতে জানা যায়, ৮ আগস্ট স্বর্ণ ব্যবসায়ী গোপাল ক্লান্তি ২০ টি সোনার বার নিয়ে ঢাকায় যাওয়ার সময়,ফেনি জেলার রেল ক্রসিংয়ের সময় উক্ত ৬ কর্মকর্তা তার কাছ থেকে বার গুলো ছিনিয়ে নিয়ে যায়। উক্ত ঘটনায় গোপাল ফেনি সদর থানায় মামলা করলে বিষয় টি পুলিশের নজরে আসে। 

পুলিশ সুপার নুরুন্নবী জানান, মঙ্গলবারে তাদের কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৫ টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বাকি ৫ টি বার উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন