জখম হওয়া নারীর স্বামীর নাম শাহ আলম (হুজুর) । শাহ আলম হুজুরের ছোট ভাই মোহাম্মদ রুলামিন অপরিকল্পিত ভাবে তার ভাবি কে কুপিয়ে জখম করে। মৃত আনু মিয়ার ছোট ছেলে রুলামিন একজন মাদকাসক্ত। সে মাদকাসক্ত হয়েই তার ভাবির উপর হামলা চালায়। এই ঘটনায় এলাকার সবাই সুষ্ঠু বিচার চাচ্ছেন।
ভাটামাথা গ্রামের মনোয়ার হোসেন জানান, মোহাম্মদ রুলামিন একজন মাদকাসক্ত, চোর,লম্পট, দোস্কৃতিকারী। সে তার ভাবি কে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার ভাবি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই নির্মমতার বিচার চাই।