ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় ভাবি কে কুপিয়ে জখম করল দেবর।

 



ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে  বড় ভাবি কে কুপিয়ে জখম করল দেবর। ১৬ আগস্ট রোজ সোমবার  দেবর রুলামিন তার বড় ভাবি কে কুুুপিয়ে আহত করলে, পাড়াপড়শি তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে নিয়ে যান। ভাবির অবস্থা   আশংকা জনক। 

জখম হওয়া নারীর স্বামীর নাম শাহ আলম (হুজুর) । শাহ আলম হুজুরের ছোট ভাই মোহাম্মদ রুলামিন অপরিকল্পিত ভাবে তার ভাবি কে কুপিয়ে জখম করে। মৃত আনু মিয়ার ছোট ছেলে রুলামিন একজন মাদকাসক্ত। সে মাদকাসক্ত হয়েই তার ভাবির উপর হামলা চালায়। এই ঘটনায় এলাকার সবাই সুষ্ঠু বিচার চাচ্ছেন। 

ভাটামাথা গ্রামের মনোয়ার হোসেন জানান, মোহাম্মদ রুলামিন একজন মাদকাসক্ত, চোর,লম্পট, দোস্কৃতিকারী। সে তার ভাবি কে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার ভাবি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই নির্মমতার বিচার চাই। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন