আগস্টে মা হতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। যদিও এতো দিন সবাই গুঞ্জনে ছিল সেপ্টেম্বর মাসে মা হবেন এই সাংসদ সদস্য। কিন্তু ডাক্তার বলেছে চলতি মাসের আগস্টের শেষের দিকেই তিনি মাা হবেন।
মা হবেন নুসরাত ফারিয়া এই তথ্য টি সবাই জানলেও বাবা কে হবে তা এখনও লুকানো। তবে গুঞ্জন উঠেছে নুসরাতের বাচ্চার বাবা হবে যশ।
গত কিছু দিন আগে তিনি চুপিসারে বেবি সাওয়ারের উৎসব টাও সেরে নিয়েছেন। মাতৃত্বের ছাপ ও যেন চেহারায় চলে এসেছে।