বিমানের চাকা আঁকড়ে ধরে পালিয়ে যাওয়ার সময়, ২ আফগান আকাশ থেকে মাটিতে পড়ে মৃত্যু

 

আফগানিস্তানের নাগরিকরা দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে ওঠেছে। ১৬ আগস্ট সোমবার আফগানিস্তানের কাবুল এয়ারপোর্টে  দেখা যায়, মানুষ বিমানে করে পালিয়ে যাচ্ছে।  অনেকে আবার ভিতরে ঢুুকতে না পেরে, বিমান আশ্রয়  নিয়েছিলেন বিমানের চাকায়। বিমান ছাড়ার কিছুক্ষণ পরে দেখা যায়, বিমানের চাকা থেকে দুুুুইজন মাটিতে পড়ে মারা যায়। 

বিমান থেকে পড়ে যাওয়ার একটি  ভিডিও ফুটেজ বের হয়েছে। ভিডিওটি তে দেখা যায় আফগানরা পালিয়ে যেতে, বিমানে উঠার জন্য তাবুল এয়ারপোর্টে অনেক ভিড় জমিয়েছে। যখন বিমান ছেড়ে দিয়েছিল, কেউ কেউ উঠতে না পেরে চাকা তে আকড়ে ধরে রওয়ানা দেয়। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায়, যারা চাকা তে ধরে ছিল, তারা মাটিতে পড়তে থাকে। এভাবে কয়েকজন আফগান মারা যায়। 

পরিস্থিতি অনুকূলে আনতে, গুলিও চালিয়েছেন আমেরিকার সেনারা। পরিস্থিতি সামলাতে সকল ধরনের বিমান চলাচল নিষেধ দিয়েছেন তাবুল এয়ারপোর্টে। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন