ইসলাম ধর্মে বিয়ে একটি ফরজ কাজ। কিন্তু এই বিয়ে কারুর হয় তারতারি,আবার কারুর দেরিতে। সময় মতো বিয়ে না হলে, সমাজে নারী পুুুরুষ উভয় অবহেলিত হয়। তাই ইসলামে কিছু আমল দেওয়া আছে, যা পালন করলে দ্রুত বিয়ে হয়। আমল গুলো হলো:
সূরা ইয়াসিন>>
সূরা ইয়াসিন পাঠ করলে অনেক ফযিলত পাওয়া যায়। বিশেষ করে বিয়ে সংক্রান্ত যেন কোন সমস্যা, সূরা ইয়াসিন পাঠ করার উছিলায় আল্লাহ সমাধান করে দেন। প্রতিদিন সকালে সূর্য যখন পূর্ব আকাশে লাল হয়,তখন ইয়াসিন সূরা ইয়াসিন পাঠ করতে হবে। সূরা ইয়াসিন পাঠ করার সময় পশ্চিম দিকে বসে, যতবার "মূবিন" পড়বে ততবার আকাশে সূর্যের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করা।
সূরা আদ-দোহা ও সূরা কাসাসের এই আয়াত >>
فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
উচ্চারণ : ‘ফাসাক্বা লাহুমা ছুম্মা তাওয়াল্লা ইলাজজিল্লি ফাক্বালা রাব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খায়রিং ফাক্বির।’
উপরের এই আয়তটি কে ওলামা কেরামরা ছেলেদের বেশি পড়তে বলেন। যদি কোন ছেলে ১০০ বার এই আয়তটি পড়ে,তাহলে আল্লাহ তার জন্য ভালো পাত্রীর ব্যবস্থা করে দিবে।
আর মেয়েরা যদি প্রতিদিন ১১ বার করে পড়ে, তাহলে আল্লাহ তাকে ভালো পাত্রের সন্ধান দিবে।
তসবিহ ফাতেমি>>
তসবিহ ফাতেমি হলো-
سُبْحَانَ الله : সুবহানাল্লাহ ৩৩ বার পড়া।
- اَلْحَمْدُ لِلّه : আলহামদুলিল্লাহ ৩৩ বার পড়া।
- اَللهُ اَكْبَر : আল্লাহু আকবর ৩৩/৩৪ বার পড়া।
সূরা মুজামি্মল পড়া>>
যদি কোন মেয়ে কিংবা ছেলের বিবাহ না হয়।তাহলে তার মা বাবা কিংবা কোন অবিভাবক যদি শুক্রবার জুমার নামাজের পর দুই রাকাআত নফল নামাজ আদায়করে ২১ বার সূরা মুজাম্মিল পড়ে, এর উছিলায় আল্লাহ তাআলা অতি শীগ্রই বিয়ের ব্যবস্থা করে দিবেন।