মাদকের মামলায় চিত্রনায়িকা পরীমনি কে ৪ দিনের রিমান্ড মনজুর করেছে আদালত। ৫ আগস্ট বৃহস্পতিবার রাত ৮:৩০ মিনিটে ঢাকার মহানাগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়। আদালত আনা হলে তার বিরুদ্ধে করা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায়, তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কারী কর্মকর্তা শেখ সোহেল রানা। পরে আদালত তার আবেদনটি মঞ্জুর করে।
পরীমনির পক্ষে আইনজীবী ছিলেন নীলাঞ্জনা রেফাত, সুরভী। তারা রিমান্ডে না দেওয়ার আবেদন করেছিলেন। পরে আদালত তাদের আবেদন নাকোচ করে দিয়েছেন।