লাশ চুরি ঠেকাতে ১৭টি কবরে কংক্রিটের ঢালাই।

 

চাাঁপাইনবাবগঞ্জে  বজ্রপাতে মৃৃৃত্যু ১৭ জন কে বাড়ির পাশে উঠানে কবর দেওয়া হয়েছে। কবর কে আবার কংক্রিটের ঢালাই করেছে যেন লাশ চুরি না করতে পারে। 

বজ্রপাতে মৃত্যু মানুষ কে দিয়ে ম্যাগনেট কিংবা মূল্যবান কোন বস্তু বানানো হয়। তাই বজ্রপাতে কোন মানুষ মারা গেলে যদি লাশ না দেওয়া হয়, তাহলে রাতে চুরি করে হলেও লাশ নিয়ে যাওয়া হয়। চুরি ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মারা লাশ গুলো কে বাড়ির পাশে কবর দিয়ে, তার ওপর সিমেন্টের ঢালায় দিয়েছে মৃতদের স্বজনরা। 

সদর উপজেলার চর সূর্যনারায়নপুরের বাসিন্দা খায়রুল ইসলাম জানান, যারা মারা গেছে তারা বর আল মামুনের নিকট আত্মীয়। আল মামুনের নানা,নানি,মামা,মামিসহ একই পরিবারের সাতজন মারা গেছে। আরেক টা পরিবারে শুধু তিন বছরের একটা শিশু আছে। 

বরযাত্রী মোফাজ্জল হোসেন বলেন, আমরা যখন কণ্যা আনতে রওয়ানা হই তখন উত্তাল পদ্মা নদীতে বৃষ্টি শুরু হয়। সবাই নৌকা থেকে নেমে যাওয়ার সময় বজ্রপাতে ১৭ জনের প্রাণহানি হয়।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন