হিরো আলম নামটির সাথেই যেন মিশে আছে ভাইরাল হওয়া।কখনো অভিনয়, কখনো গান,কখনো মডেল, প্রত্যেক অঙ্গনেই যেন তিনি একজন ভাইরাল মানুষ। সবসময় তিনি তাকে নতুন লোকে নিয়ে আসেন। এক পর্যায়ে বলা যায় তিনি একজন বহুরূপী মানুষ।
সবসময় যে তিনি শুধু আলোচনায় ভাইরাল হন তা নয়, মাঝে মাঝে সমালোচনায়ও ভাইরাল হন। কিন্তু তিনি এসব কোন কিছুই কানে নেন না। ভিন্ন সময় ভিন্ন লুকে নিয়ে আসে নিজেকে। এবার এক ভিন্ন রুপে দেখা যাচ্ছে তাকে। তিনি প্রথম বারের মতো নারী সেজে হিজরার লোক নিয়েছেন। যার শিরোনাম হচ্ছে ভাইরাল বউ। খুব দ্রুত ভিডিওটা সরদার মিডিয়ায় প্রকাশ হবে।
এ প্রসঙ্গে হিরো আলম বলেন, আপনারা হিরো আলমের নতুন রুপ দেখবেন এই ভিডিওটিতে। আপনারা জানেন হিজরারা সমাজে কতোটা অসহায়। তাদের সেই অবস্থান তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা চাই। সামনে আরও ভালো কিছু নিয়ে পর্দায় হাজির হওয়ার চেষ্টা করছি।