টিকা না নিয়ে রাস্তায় বের হলেই শাস্তি।

 

করোনা ভাইরাস সংক্রমন কমানোর জন্য আগামী ১১ আগস্ট থেকে টিকা দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার। 

করোনা সঙ্কট নিয়ে মন্ত্রনালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ১১ আগস্ট থেকে মানুষ চলাচলের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ভ্যাকসিন ছাড়া বের হলে শাস্তির  বিধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরু বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সাত দিনে ১ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। ১৮ বছরের সবাইকে ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে। ১৮ বছরের উপরে কেউ ভ্যাকসিন ছাড়া বের হলে, তাকে শাস্তির আওতায় আনা হবে।  প্রয়োজনে অধ্যাদেশ জারি করে ও শাস্তি দেওয়া হতে পারে। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন