২ আগস্ট সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) করোনা আক্রান্ত হয়ে মারা যান ডা. জাকিয়া রশীদ শাফি(৪৫)। টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার এই ডা. জাকিয়া দুুুই ডোজ টিকা নেওয়ার পরও রেহাই পেলো নাা করোনা থেকে। ডা. জাকিয়ার স্বামী মিজানুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের বিগ্রেডিয়ার।
ডা. জাকিয়ার প্রসঙ্গে ডা. শফিকুল ইসলাম জানান, ডা. জাকিয়া করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছিলেন। সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি হউন।
তার অসুস্থতার কোন পরিবর্তন না হওয়ায়, তাকে রোববার ১ আগস্ট লাইফ সাপোর্টে দেওয়া হয়। তিনি ১ দিন লাইফ সাপোর্টে থেকে ২ আগস্ট সকাল ৬ টায় মারা যান। তার মৃত্যু তে টাঙ্গাইল জেলার সকল ডাক্তারদের মধ্যে যেন শোকের ছায়া নেমে এসেছে। তিনি মারা যাওয়ার আগে টাঙ্গাইলের জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন।