ব্রাহ্মণবাড়ীয়ায় ধান ক্ষেত থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাঞ্চনপুর গ্রামে  হোসাইনিয়া আরবিয়া মাদ্রাসা সংলগ্ন কৃৃষি জমি থেকে মুন্নি আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার। 

পারিবারিক সূত্রে জানা যায়, মোশাররফ হোসেনের মেয়ে মুন্নী বিজয়নগর উপজেলার কাঞ্চনপুর গ্রামে নানা বাড়িতে থাকতো। সেখানে সে  মিরাশানি পলিটেকনিক একাডেমি তে অষ্টম শ্রেণিে অধ্যায়নরত ছিল। ১৮ আগস্ট সে সকালে বাড়ি থেকে বেড় হয়ে গেলে,তাকে আর কোথাও পাওয়া যায় নি। পরে দুপুর ১টায় কৃষি জমি থেকে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সাথে সাথে তাকে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে,সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলেন।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান জানান, মোশাররফ হোসেনের মেয়ে মুন্নী আক্তার কে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,মৃত জানান ডাক্তার। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন