বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে ভাইরাল হওয়া রানী মারা গেছে। ঢাকার আশুলিয়ায় চারিগ্রামের শেকড় এগ্রো ইন্ডস্ট্রিজে গরু টি লালন পালন করা হচ্ছিল ১ বছর ধরে। গরুটির দুুই বছর, ওজন ছিল ২৬ কেজি এবং উচ্চতা ২০ ইঞ্চি। গরু টিকে গ্রিনেস বুকে নাম উঠাতে আবেদনও করেছিলেন গরুটির মালিক। ১৯ আগস্ট পেটে গ্যাস জমে ফুুুলে মারা যায় গরুটি।
প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মুত্তালিব জানান, ঢাকার এগ্রো ফার্মে গরুটি অসুস্থ হয়ে পরে। পেট ফোলে যায়। সেখানে চিকিৎসা দিয়ে কোন উন্নতি না হলে, গরু টি কে আমাদের কাছে নিয়ে আসি। আমাদের কাছে এনে অনেক চিকিৎসা দেওয়া হয়। তারপরও গরুটি দুপুর ১ টায় মারা যায়।
উল্লেখ্য রানী নামের সবচেয়ে ছোট গরু টি কে নওগাঁ জেলা থেকে সংগ্রহ করেছিল এগ্রো ফার্মের মালিক। গরুটির মালিক গ্রিনেস বুকে নাম ওঠানোর জন্য আবেদনও করেছিলেন।