ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার কান্দিরপাড়া এলাকায় ছেলের হাতে বাবা খুুুন হয়েছে। জানা যায়, মা কে বাবা প্রতিদিন মারধর করতো ছেলের সামনে। তা ছেলে সহ্য করতে না পেরে বাবা কে খুুুন করে।
নিহত আবু কাউসারের মেয়ে মুন্নী বলেন, তার বাবা মাছ ব্যবসায়ী। প্রতিদিনই নেশা করে এসে মা কে মারধর করতো। গত বুধবার রাতে যখন বাবা মাকে মারধর শুরু করে, তখন ভাই পিপতি রাজ বাবা কে ছুরিকাঘাত করেন। পরে বাবা কে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলেন।
ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, নিহত আবু কাউসারের শরীরে অনেক আঘাতের চিহ্ন আছে। ছেলেকে খুঁজা হচ্ছে। তাদের পক্ষ থেকে কোন মামলা পেলে, ব্যবস্থা নেওয়া হবে।