সদ্য জন্মানো ছেলে শিশু কে হাসপাতালে ফেলে রেখে,চলে গেলেন মা। ২ আগস্ট রোজ রবিবার চট্টগ্রামের বাশখালি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রাত ১০ টায়, অর্চুনা বেগম নামে এক মহিলা একটি ছেলে সন্তান জন্ম দেন। জন্ম দেওয়ার কিছুক্ষণ পরে ওই মা হাসপাতাল থেকে পালিয়ে যায়।
হাসপাতাল থেকে জানা যায়, নবজাতকের মাতা অর্চুনা বেগম ও পিতা সুবোধ বড়ুয়া নামে ঠিকানা রেজিস্ট্রার করা হয়। ঠিকানায় বাশখালি উপজেলার জলদি ২ ওয়ার্ড লিখা থাকলেও, ঠিকানাটি সঠিক নই।
স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শফিউর রহমান মজুমদার জানান, বর্তমানে বাচ্চাটি হাসপাতালের একজন নার্সের তত্ত্বাবধানে আছে। ওই নার্স দম্পতি বাচ্চাটা কে দত্তক নিতে চাচ্ছে।।
বাশখালি থানার এসআই আক্তার হোসেন জানান, এ ঘটনাটির সুষ্ঠু তদন্ত চলছে। আমরা ওই দম্পতি কে খুঁজে বের করে, তাদের কাছে নবজাতককে ফিরিয়ে দিতে চেষ্টা করছি।