ফেসবুক একাউন্ট হ্যাক হলে বুঝার উপায়।


 ফেসবুক একাউন্ট একটি ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম। এই একাউন্টে  একটি মানুষের অনেক মূল্যবান তথ্য থাকে। সেই ফেসবুক একাউন্ট টি যদি হ্যাকারদের হাতে চলে যায়, তাহলে কতোই না সমস্যায় পড়তে হয়। এই হ্যাকারদের হাত থেকে বাাঁচার কিছু উপায় আছে। 

১) প্রথমে আপনার ফেসবুক একাউন্ট টি ওপেন করুন। তারপর ওপরে ডান পাশে থ্রি লাইন মেনুতে প্রবেশ করেন।       ২) এখন সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করেন। তারপর সেটিংস অপশন সিলেক্ট করেন। সেটিংস অপশনে সিলেক্ট করার পর অনেক গুলো অপশন আসবে। তার মধ্যে থেকে (সিকিউরিটি এন্ড লগইন)  অপশন ক্লিক করেন।

৩) সিকিউরিটি এন্ড লগইন অপশনে ক্লিক করার পর দেখবেন, ''হোয়্যার  ইউ আর লগ্ড ইন'" লিখাটা দেখায়। সেখানে ডান পাশে "থাকা সি অল'' মেনুতে ক্লিক করলে, আপনার একাউন্টটি কোথায় কোথায় ব্যবহার হচ্ছে  কিংবা কোন হ্যাকার ব্যবহার করছে কি না তা দেখতে পাবেন। যদি দেখেন আপনার একাউন্টটি অন্য কোন মোবাইলে ব্যবহার হচ্ছে। তাহলে ধরে নিবেন আপনার একাউন্টটি হ্যাক হয়ে গেছে। 

**হ্যাক হলে করনীয়:

আপনার একাউন্টটি আপনি যে ডিভাইসে ব্যবহার করছেন, সেটা ছাড়া যদি অন্য যে ডিভাইস সো করে সেটি কে "লগ আউট" করে দিবেন। 

লগ আউট করতে হলে ডিভাইসের ডান পাশে থাকা থ্রি ডট অপশনে ক্লিক করেন। তারপর লগ আউট অপশনে ক্লিক করলে একাউন্ট লগ আউট হয়ে যাবে। তাছাড়া অল লগ আউট অপশনে ক্লিক করলে সব একাউন্ট লগ আউট হয়ে যাবে। 


*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন