ব্রাহ্মণবাড়ীয়ায় পানিতে ডুুবে দুুই শিশুর মৃত্যু। বাড়ির উঠোনে দুুুইজন এক সাথে খেলা করছিল। তারপর দুজনেই পানিতে ডুুবে মারা যায়।
ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামে গত ২৫ জুলাই, উমর(৬) ও তাবাসসুম আক্তার (৪) নামে দুই শিশু পানিতে ডুবে মারা যায়। মানিক মিয়ার ছেলে উমর ও মহসিন মিয়ার মেয়ে তাবাসসুম আক্তার তারা একই গ্রামের বাসিন্দা ছিল।
সুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হাজারি জানান, দুপুরে তাবাসসুম ও উমর দুজনেই বাড়ির উঠোনে খেলছিল। হঠাৎ করে তারা দুজনেই সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। অনেক খোজাখুজি করার পর, বাড়ির পাশে একটি পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় কয়েকজন লোক মিলে তাদেরকে উদ্ধার করে।