বাংলাদেশে কভিড১৯ এর সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, হাসপাতাল গুলো তে সক্ষমতা শেষ হতে পারে।

 

বাংলাাদেশে  যে ভাাবে করোনা বৃৃদ্ধি পাচ্ছে,   হাসপাতাল গুলোর সক্ষমতা শেষ হতে পারে। কভিড ১৯ এ যেন বাংলাদেশ মৃত্যুপুরি না হয়, সেইদিকে নজর দিচ্ছে  বাংলাদেশ সরকার। কিন্তু তারপর ও পরিস্থিতি স্বাভাবিক নয়। 

২৪ জুলাই রবিবার কভিড ১৯ আক্রান্ত হয়ে মারা গেছে ২২৯ এবং নতুন করে রেকর্ড ১১,১২৯ টি কেস। মৃত্যুর হার কোন ভাবেই কমছে না। 

কভিড ১৯ যেন বৃদ্ধি না পায়, সরকার আবারও ২৩ জুলাই কঠোর লকডাউনের বিধিনিষেধ দিয়েছে। প্রত্যেক জেলার মুড় গুলো দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রোগী ছাড়া কিংবা রোগীর যানবাহন ছাড়া, সকল ধরনের যানবাহন চলাচল নিষেধ করেছে। 

স্বাস্থ্য মন্ত্রী জাহেদ মালেক বলেছেন, নতুন করে কভিড১৯ কমাতে সবাইকে লকডাউন মেনে চলা উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি আরও বলেন, আমরা চাই না রোগীর সংখ্যা বাড়ুক। রোগীর সংখ্যা কমাতে আমাদের সচেতনের বিকল্প নেই। 

গত ২৪ জুলাই ভারত থেকে ২০০ টন তরল অক্সিজেনের চালান আনা হয়৷ সরকার কভিড১৯ কমাতে সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, যদি কভিড ১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণ না রাখা যায় তাহলে অর্থনীতির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যা আমরা চাই না। সুতরাং স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের সবার উচিত। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন