ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ। ২৬ জুলাই রোজ সোমবার দুপুরে আখাউড়া উপজেলার রুটি গ্রামের প্রবাসী সোহেল মিয়ার মেয়ের সাথে,একই গ্রামের আব্দুল রউফ মিয়ার ছেলের বিবাহের আয়োজন চলছিল। বিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার ঘটনাস্থলে গিয়ে, বাল্য বিবাহটি বন্ধ করে দেন। এই সময় বড় ও কনে পক্ষের লোকদেরকে দশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা।
আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বর ও কণের দুজনের জন্ম নিবন্ধন যাচাই করে দেখেন, দুজনের বয়স আঠারো হয় নি। প্রমাণের উপর ভিত্তি করে তিনি বিবাহ বন্ধ করে দেন।
জানা যায়, কনে নুরপুর রুটি আব্দুল হক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং বর একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুজনই বিয়ে করার মতো প্রাপ্ত বয়স্ক হয় নি।
আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার বলেন, লকডাউনের মধ্যে খবর পাই অপ্রাপ্ত বয়স্ক দুজনের বিয়ের আয়োজন চলছে। বিয়ে হওয়ার শুধু বাকী ছিল। পরে বর ও কনের পক্ষের লোকদেরকে বুঝিয়ে বিয়েটি বন্ধ করি। এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে হবে না, এই মর্মে তারা মুজলিফা দেয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা তাপস চক্রবর্তী, আখাউড়া উপজেলার সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য এবং ওই এলাকার ঘন্যমান্য লোকজন।