মাছের ড্রামের ভেতর বসে যাত্রী যাওয়ার সময়,পুলিশের কাছে আটক।

 

২৩ জুলাই শুক্রবার থেকে শুরু হয় সরকার ঘোষিত কঠোর লকডাউন। প্রায় সব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী ট্রল  দিচ্ছে। 

রোগীর যানবাহন ছাড়া অন্য যানবাহন চলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লকডাউন কে উপেক্ষা করে মানুষ রাস্তা পারাপারের জন্য, বিভিন্ন ধরনের কায়দা খুঁজে নিচ্ছে। 

২৩শুক্রবার সকালে ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে পুলিশ চেকপোস্টের সময় একটি ট্রাক দেখতে পায়। সন্দেহ লাগলে ট্রাক কে আটক করা হয়। ট্রাকটি তে ছিল মাছের ড্রাম। পরে তল্লাশি করলে দেখা যায়, ড্রামের ভেতর লুকিয়ে ১০ জন যাত্রী তারা তাদের গন্তব্যস্থল ময়মনসিংহে পৌঁছাতে চেয়েছিলেন।কিন্তু পুলিশের কাছে রাজেন্দ্রপুর এসে  ধরা পরে যায়।

গাজীপুর মেট্রোপুলিটন সহকারী কমিশনার বিল্লাল হোসেন  জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর স্থানে পুলিশ চেকপোস্টের সময় সন্দেহর ভিত্তিতে ট্রাকটা আটক করে। ট্রাকে ড্রামে বসে ছিল ১০ জন যাত্রী। তাদের কে ছেড়ে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন গতকালের গাড়ি গুলো তিব্র যানজটের কারণে, আজ পর্যন্ত যেতে সময় লেগেছে। তাই তাদের কে ছেড়ে দেওয়া হয়েছে।  আর চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন