করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, কন্ঠ শিল্পী ফকির আলমগীর।

 

কন্ঠ শিল্পী ফকির আলমগীর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না   ইলাইহে রাজিউন। ২৩ জুলাই রোজ শুক্রবার করোনা আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন এই গুনি শিল্পী। 

১৫ জুলাই থেকে তিনি ইউনাইটেড হাসপাতালের আইসিইউ তে ছিলেন। ১৯ জুলাই তার শ্বাসকষ্ট বাড়তে থাকলে, তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে মারা গেছেন। জানা যায়, তিনি করোনার দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি তার ভক্তদের কাছে দোয়াও চেয়েছিলেন। 

গুণী এই শিল্পী গানের পাশাপাশি লেখালেখিও করতেন। তার উল্লেখযোগ্য পদক গুলো হচ্ছে : একুশে পদক, শেরেবাংলা পদক, ভাসানী পদক, ঢালিউড অ্যাওয়ার্ড যুক্তরাস্ট্র। তার মৃত্যুতে যেন শিল্পাঙ্গানে শোকের ছায়া পড়েছে। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন