স্বপ্নের পদ্মা সেতুতে, এ কোন নতুন চক্রান্ত নয় তো?

 

শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে আবারও ফেরির ধাক্কায়, আহত হয়েছেন ২০ জন যাত্রী।  শুক্রবার ২৩ জুলাই সকাল ১০ টায় ফেরির ধাক্কা লাগে পদ্মা সেতুর ১৭ নম্বর  পিলারে। 

ফেরিটির কোন ক্ষতি না হলেও, ফেরিতে থাকা ২০ জন যাত্রী আহত হয়েছে।  ফেরির চালক আবদুর রহমান জানান, হঠাৎ ফেরিটির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।

নদীর পানির তীব্র স্রোতে ফেরিটি গিয়ে পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগে যায়। পরে নিয়ন্ত্রণে নিয়ে এসে ফেরিটি শিমুলিয়া ঘাটে নোঙর করে। 

শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক বলেন, ফেরিটির ধাক্কা লাগে পদ্মা সেতুর পিলারে। এতে ফেরির কোন ক্ষতি হয় নি। যাত্রীদের ও তেমন কোন সমস্যা হতে দেখিনি।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন