ব্রাহ্মণবাড়ীয়ার সদর উপজেলার সহিলপুুরে ধানি জমি থেকে, সায়মন(৯) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার। ২৪ জুলাই রোজ শনিবার ধানের জমি থেকে শিশুটির লাশ পাওয়া যায়। শিশুটির বাড়ির পার্শবতী এক জমি থেকে লাশটি পাওয়া যায়।
শিশুটির বাবা বাদল মিয়ার সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন শনিবার সকালে ঘাস কাটতে যায় ছেলেকে নিয়ে। ২০ মিনিট ঘাস কাটার পর শিশুটি বল্ল, বাবা আমি বাড়িতে চলে যাচ্ছি। বাদল মিয়া ঘাস কাটা শেষ হলে, বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখে ছেলে বাড়িত নেই। পরে অনেক খোজাখুজি করার পর শনিবার দুপুরে, বাড়ির পাশের একটি জমিতে শিশুটির লাশ পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ সাথে সাথে পৌছায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, শিশুটি কে পাওয়া গলাকাটা অবস্থায়। ঘটনাটির সুষ্ঠ তদন্ত চল চলছে। এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।