চট্টগ্রামে এই প্রথম পুলিশের শরীরে বসানো হচ্ছে ক্যামেরা।

 

চট্টগ্রামে প্রথমবারের মতো পুুুলিশের শরীরে বসানো হচ্ছে  ক্যামেরা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।  ক্যামেরা লাগানোর কারণে, অতি সহজে অপরাধী সনাক্ত করা সম্ভব হবে। 

সি এম পির চার থানা তে প্রথম চালু হয়েছে। পরে ১৬ টি থানায় ক্যামেরার আওতায় আনা হবে। চারটি থানা তে ৭ টি করে ক্যামেরা দেওয়া হয়েছে। চট্টগ্রামের ড্রবলমুরিং, পতেঙ্গা, কুতুয়ালি ও পাঁচলাইশ থানায় প্রথম চালু করেছে। 

এই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও সব ধরনের ছবি ক্যাপচার করা সম্ভব। এর মাধ্যমে দেশে অপরাধ কমিয়ে আসবে বলে ধারণা করছেন পুলিশ সদস্যরা। 

সি এম পির উপ পুলিশ কমিশনার আবদুল ওয়ারিশ জানান, পুলিশ সদস্যরাও অনেক সময় সাধারণ মানুষের সাথে অন্যায় আচরণ করে। সেগুলোও রেকর্ড থাকবে। অর্থাৎ পুলিশ যদি কোনো অন্যায় করে সেগুলোও দেখা যাবে। 

এই ক্যামেরার ফলে সাধারণ পাবলিকের সাথে আর কোন  দুর্নীতি করতে পারবে না। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন